কলকাতা : ‘বাউন্সিং ব্যাক’ থিমের উদ্বোধন করা হলো মঙ্গলবার দুপুরে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কলকাতা অফিসে। এছাড়া পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির উদ্যোগে মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউ.বি.আই.ডি.সি.-র চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ চিফ সেক্রেটারি রাজীব সিনহা। এছাড়া আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন এমসিসিআই-এর প্রেসিডেন্ট রিষভ সি. কোঠারি, ললিত বেড়িওয়ালা, নমিত বাজোরিয়া সহ বিশিষ্ট গুনীজন। পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব প্রকল্প ‘বাংলাশ্রী’-র বাস্তবায়ন লক্ষ্যে তাজপুরে পার্কের উন্নয়নের প্রকল্প বাস্তবায়নে সূচনা, এছাড়া রঘুনাথপুর পানাগড় সহ বিভিন্ন জায়গার শিল্পের উন্নয়নের ধারা তুলে ধরার কথা বলেন শ্রীসিনহা।
