আসানসোল পশ্চিম বর্ধমান রাজনীতি রাজ্য

ফের কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আসানসোলেই প্রথমে নামলেন বাবুল সুপ্রিয়

সৌরদীপ ব্যানার্জি, নজরে বাংলা, আসানসোল (পশ্চিম বর্ধমান) : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি অভাবনীয় ফলাফল করেছে। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনকে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে দ্বিতীয়বার সাংসদ হয়েছেন। এরপর কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় স্থান দিয়ে আবার বাবুল সুপ্রিয় এর উপরে আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংসদ হয়ে আসানসোলের মানুষের কাছে আশীর্বাদ নেবার জন্য তিনি দিল্লি থেকে হাওড়া-রাজধানী এক্সপ্রেসে করে শনিবার সকালবেলা আসানসোল জংশনে নামেন।

নতুন মন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর আসানসোলে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। যদিও তাঁর আসার খবর আগাম ছিল না, তবুও তিনি ট্রেন থেকে নামার পরই আসানসোল প্ল্যাটফর্ম যেন জনসমুদ্রে ভেসে যায় উপস্থিত যাত্রী ও বিজেপি কমী সমর্থক সহ সাধারণ নাগরিকের উন্মাদনায়। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সাদরে অভ্যর্থনা জানাতে প্লাটফর্মে হাজির হয়েছিলেন স্টেশন প্রবন্ধক আর. কে., পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের জিআরপিএফ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল রায়, সহ ভারপ্রাপ্ত আধিকারিক বংশীধর মন্ডল সহ সরকারি উচ্চপদস্থ পদাধিকারীরা।

জনসমুদ্রের মাঝে আনন্দে উৎফুল্ল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, আসানসোলের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাঁরা আমাকে দ্বিতীয়বারের জন্য আশীর্বাদ দিয়েছেন এবং বিপুল মার্জিনে জয়লাভ করতে বিশেষভাবে তাঁদের শুভেচ্ছার হাত বাড়িয়ে দিয়েছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ বাকি আছে সেগুলি দ্রুত সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’কে মাথায় রেখে উন্নয়ন কাজ চালিয়ে যাব।

নজরে বাংলা
NAJORE BANGLA, founded over 5 years ago, is a well known Bengali, Hindi & English News and Entertainment Web Portal which has a wide-range readers throughout India, all districts of West Bengal, Tripura, Assam and specially in Bangladesh. We have renowned journalists country-wide and in abroad are servicing through their profession. Please send your feedback to najorebangladesk@gmail.com.
http://najore-bangla.com

Leave a Reply