বোলপুর, বীরভূম : বীরভূম জেলার ইলামবাজার জঙ্গলে মঙ্গলবার গভীর রাতে পথদুর্ঘটনায় এক তিন বছরের শিশুসহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। জানা গেছে, ইলামবাজার জঙ্গলের বাঁকে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই একটি ডাম্পার গাড়িতে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি। তাতেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় দুজনের। গুরুতর আহত গাড়ির চালক।
ঈদের বাজার করতে দুটি গাড়িতে করে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন সপরিবারে গিয়েছিলেন দুর্গাপুরে। একটি গাড়িতে ছিলেন সায়গল হোসেন, তার বড় মেয়ে ও স্ত্রী। অন্য যে গাড়িতে ছিলেন সায়গল হোসেনের তিন বছরের ছোটো মেয়ে ও দেহরক্ষীর এক বন্ধু পেট্রোল পাম্পের মালিক মাধব দাস সেই গাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে পড়ে দু’জনেই ঘটনাস্থলে প্রাণ হারায়। রাতেই নিয়ে যাওয়া হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। কি কারণে দুর্ঘটনা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।