মলয় সিংহ, বাঁকুড়া : গত তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার মৃতদেহ উদ্ধার হয়েছে একটি কুয়ো থেকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী ব্লকের গোড়ামারা গ্রামে।মৃত ব্যক্তির নাম দুগাই দাস। উল্লেখ্য গত ৩০শে নভেম্বর থেকে দুগাই বাবুকে বাড়িতে দেখতে পাওয়া না গেলে আত্মীয় স্বজনদের বাড়িতে পরিবারের লোকজন থেকে খোঁজ নিতে শুরু করে। কিন্তু কোথাও খোঁজ না পাওয়া পরিবারের পক্ষ থেকে গঙ্গাজলঘাটী থানায় একটি মিসিং ডাইরী করেন।
আজ ঐ গ্রামের একটি কুয়োতে একটি দেহ ভাসতে থাকায় গঙ্গাজলঘাটী থানায় আবার খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে দুগাই বাবু মানসিক ভারসাম্য হারিয়েছেন বহুদিন আগেই। উনার মৃত্যুতে একালাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
