কাঁকসা, পশ্চিম বর্ধমান : বেআইনিভাবে কয়লা পাচার করার সময় কাঁকসা থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করল। ধৃতরা হলেন সাহাজামাল খান, টারজান বাউড়ি, শেখ জামালউদ্দিন, সৈয়দ ইব্রাহিম, শেখ মিলন। ধৃতরা সকলেই বীরভূমের ইলামবাজারের বাসিন্দা।
সূত্রে জানা গেছে, বুধবার রাত্রে লাউদোহা থেকে ইলামবাজার যাওয়ার পথে কাঁকসার অজয় পল্লী এলাকায় পুলিশ তাদের গ্রেফতার করে। ওই ৫ জন বস্তায় কয়লা ভরে সাইকেলে করে বীরভূমের দিকে যাচ্ছিলো। বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
