তন্ময় ভৌমিক ও সৌরভ কর, আসানসোল ও দুর্গাপুর (পশ্চিম বর্ধমান) : আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রত্যেকটি দলেরই প্রচার তুঙ্গে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শনিবার বিকেলে আসানসোলে দলের প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসংখ্য কর্মী ও সমর্থকদের জনজোয়ারে আসানসোল দ্য গ্র্যান্ড হোটেল থেকে গির্জা মোড় পর্যন্ত রোড শো হয়। এই মিছিলে অভিষেক বন্দোপাধ্যায় , সস্ত্রীক শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূলের নেতা, কাউন্সিলররা, বিধায়ক ও মন্ত্রীরা। তৃণমূলের ফ্ল্যাগ-পোস্টার নিয়ে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকরা যোগ দিয়েছিলেন আজকের এই মিছিলে। স্থানীয়রাও পা মিলিয়েছেন এই রোড শো’তে। প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও অভিষেককে দেখার জন্য এবং তাদের কথা শোনার জন্য রাস্তার দু’ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন স্থানীয়রা।
অপর দিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আর বামেদের হয়ে লড়ছেন সিপিআইএম প্রার্থী বিশিষ্ট সমাজসেবী তথা শ্রমিক নেতা পার্থ মুখোপাধ্যায়। তবে দলীয় প্রার্থীর জয়ের বিষয়ে এক প্রকার নিশ্চিত তৃণমূল। কিন্তু তা বলে প্রচারে ঢিলে দিতে রাজি নয় শাসকদল। সেই কারণেই প্রচারে নেমেছেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজকেও বিজেপি – সিপিআইএম’কে তীব্র ভাষায় আক্রমণ করেন।
অন্যদিকে শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার বিকেলে অভিনেতা সোহম চক্রবর্তী ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেমুয়ার শংকরপুর দলীয় কার্যালয় থেকে পদযাত্রা করে ভোটপ্রচার শুরু করেন। সমগ্র এলাকা ঘুরে মিছিল শেষ হয় সপ্তর্ষি পার্কে। এদিনের মিছিলে প্রচুর কর্মী ও সমর্থকদের উপস্থিতি তৃণমূল নেতৃত্বকে এই কেন্দ্রের জেতার ব্যাপারে আরো আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের ভিড় ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয় এখন সেটাই দেখার!!