নজরে বাংলা, কলকাতা : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মুখ বন্ধ করতে বিভিন্ন মাধ্যম নিজেদের স্বার্থে বারবার আঘাত হেনেছে। আমরা জানি সংবাদমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সেই সংবাদমাধ্যমের সাংবাদিকদের ওপর যখন সরকারের কালোহাত নেমে আসে তখন সেই গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন হয়। গতকাল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে যেভাবে মহারাষ্ট্র পুলিশ বিনা নোটিশে গ্রেফতার করে তা অত্যন্ত লজ্জাজনক ও গণতান্ত্রিক পরিকাঠামোর বিরোধী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলকাতা মহানগর-এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। সেইসঙ্গে অর্ণব গোস্বামীর নিঃস্বার্থ মুক্তির জন্য বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পশ্চিমবঙ্গ প্রদেশের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পাদক সুরঞ্জন সরকার, প্রান্ত সহ-সম্পাদক সানি সিং, রাষ্ট্রীয় কার্যকারিনী সদস্যা পায়েল ধর, কলকাতা মহানগর সম্পাদক মৃন্ময় দাস, এবিভিপি-র দক্ষিণ কলকাতা মিডিয়া কনভেনর সৌগত দত্ত সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ। প্রতিবাদের পাশাপাশি আগামী দিনে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
