নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২১ : এয়ার মার্শাল সন্দীপ সিং আজ এয়ার স্টাফ উপ-প্রধান পদে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এয়ার মার্শাল সন্দীপ সিং যুদ্ধ বিমানের পাইলট হিসাবে ১৯৮৩’র ডিসেম্বরে বিমান বাহিনীর ফ্লাইং শাখায় কর্মজীবন শুরু করেন। এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট এবং কোয়ালিফায়েড ফ্লাইং ইন্সট্রাকটর হিসাবে এয়ার মার্শাল সন্দীপ সিং-এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধ বিমান পরিচালনার ক্ষেত্রেও তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। তিনি ৪ হাজার ৪০০ ঘণ্টারও বেশি যুদ্ধ বিমান চালিয়েছেন।
ভারতীয় বিমানবাহিনীতে সুদীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে এয়ার মার্শাল সন্দীপ সিং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাহিনীর ফাইটার স্কোয়াড্রনের এয়ারক্র্যাফট এবং সিস্টেম টেস্টিং এস্টাব্লিসমেন্টের দায়িত্বও পালন করেছেন তিনি। এয়ার স্টাফ উপ-প্রধান পদে দায়িত্ব গ্রহণের পূর্বে এয়ার মার্শাল সন্দীপ সিং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বায়ু কমান্ডের এওসি-ইন-সি পদে আসীন ছিলেন। বিমানবাহিনীতে স্বতন্ত্র সেবার জন্য তাঁকে অতিবিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করা হয়েছে।