গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : করোনা অতিমারীর ফলে রাজ্যজুড়ে দেখা দিয়েছে রক্ত সংকট। প্রয়োজনের তুলনায় ব্লাড ব্যাঙ্কগুলিতে রয়েছে রক্তের অপ্রতুলতা। এই কথা মাথায় রেখেই উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত নকপুলের ‘আনন্দধারা গ্রন্থাগার’ বারাসত হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজন করেছে এক রক্তদান শিবির।
শনিবার সকালে হাবরা ১ নম্বর ব্লকের কিষান মান্ডিতে এই রক্তদান শিবিরে সরকারি সকল নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে ৫০ জন রক্তদাতা বর্তমান সময়ে প্রয়োজনীয় জীবনদায়ী রক্ত দান করলেন। যদিও ৭০ জনের উপর রক্তদাতা রক্ত দান করার জন্য নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সরকারি নিয়মের বাঁধনে পঞ্চাশ জনের বেশি রক্তদাতার রক্ত নেওয়া যায়নি।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিবিরের সূচনা ঘটে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবের সকল সদস্য ও রক্তদাতাদের উৎসাহিত করেন হাবরা ১ নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ, ভূমি কর্মাধ্যক্ষ গায়ত্রী ঘোষ, বেড়গুম ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অসিত নাগ, পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুব্রত সরকার সহ বিশিষ্টজনেরা।
‘আনন্দধারা গ্রন্থাগার’-এর সভাপতি রবীন দে, সহ সভাপতি অনিল বৈদ্য জানান, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা করি আমরা। রক্তদাতাদের মধ্যে এমন সাড়া পাব আমরা ভাবিনি। আমাদের ক্লাব বছরের বিভিন্ন সময়ে সমাজসেবামূলক কাজ করে থাকে। বিদ্যালয়ের প্রয়োজনীয় বই, গল্প, কবিতা, প্রবন্ধ, কার্টুন সহ সমস্ত বয়সের মানুষের জন্য বই আমাদের ক্লাবে রয়েছে। ক্লাবের ঘরে গিয়ে সকলে পড়াশোনা করেন। গরিব এবং দুঃস্থ ছাত্রছাত্রীদের বই বিতরণ করা হয়। লকডাউনের সময়ে গ্রামবাসীদের খাদ্যসামগ্রী যাওয়া হয়েছিল ক্লাবের তরফ থেকে। জগদ্ধাত্রী পুজোর সময় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
যাদের ঐকান্তিক চেষ্টা এবং সহযোগিতায় এদিনের রক্তদান শিবির সফল হল তাঁরা হলেন উত্তম মন্ডল, ক্লাবের সম্পাদক রবিন তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য বিবেক হালদার, সদস্য কৌশিক বৈদ্য, রানা সরকার, রবিন বিশ্বাস, অখিল মন্ডল সহ অন্যান্যরা।