গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : জননী যন্ত্রণার কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষে জানাফুল স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭ দিনব্যাপী ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটলো ১৬ জানুয়ারি সোমবার। বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির সহ মেলার উদ্বোধন করেন বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা সরকার এবং মেলার সমাপ্তি দিনে গোবরডাঙা থানার আধিকারিক অসীম পাল, কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ ঘোষ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। প্রত্যেক দিন সমাজের বিভিন্ন গুণীজনেরা মেলায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের আয়োজনে ক্লাবের সভাপতি অমলেন্দু ঘোষ এবং কার্যকরী সভাপতি গৌতম দেবনাথ, সম্পাদক অভিষেক মুখার্জি, সাংস্কৃতিক সম্পাদক নিমাই দত্ত, ক্রীড়া সম্পাদক অর্জুন রায়, মীরা মুখার্জি, অলোক দে, প্রদীপ দাস, জ্যোতিশংকর গাঙ্গুলি সহ ক্লাবের সদস্য এবং সদস্যা বৃন্দের ঐকান্তিক প্রয়াসে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হৃদয়গ্রাহ্য। এবারে তাদের অনুষ্ঠান ৫৮তম বর্ষে পড়ল। কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে ১০ জানুয়ারি আনন্দমেলার শুভ সূচনা ঘটে। ছিল প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা।