শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : টেকনিক্যাল ডিপ্লোমাপ্রাপ্ত বা আইটিআই পাশ ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হয়। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ITI প্রাঙ্গণে আয়োজিত হয় এ্যাপ্রেনটিসশিপ মেলা ২০২২। জানা গেছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত কলকাতা, মুম্বাই, পুনে, নয়ডা, গুজরাট বাঙ্গালোল থেকে মোট ১৫টি কোম্পানি এ্যাপ্রেনটিসশিপ-এর ব্যবস্থা করে দেয় টেকনিক্যাল স্টুডেন্টদের। যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব ডিভিশন।
এই এ্যাপ্রেনটিসশিপ মেলার ফলে বহু ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে বলে দাবি মেদিনীপুরের সরকারি ITI কলেজ কর্তৃপক্ষের। এদিনের এই এ্যাপ্রেনটিসশিপ মেলায় অংশ নিয়েছিল আড়াইশো-র বেশি ছাত্র-ছাত্রী।
তবে শুধুমাত্র আইটিআই ও ডিপ্লোমা পাশ ছাত্র-ছাত্রীদের জন্য এদিনের এই এ্যাপ্রেনটিসশিপ মেলার আয়োজন বলে জানিয়েছেন ITI কর্তৃপক্ষ। মেদিনীপুর গভমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষ তাপস কুমার গড়াই বলেন, এদিনে উপস্থিত ১৫টির বেশি প্রতিষ্ঠানের প্রয়োজন প্রচুর সংখ্যক শিক্ষানবিশ। প্রয়োজনের তুলনায় উপস্থিত ছাত্র-ছাত্রীও কম ছিল। প্রতিবছরই এরকম মেলার আয়োজন করা হয়।