আলী হোসেন, জলঙ্গি (মুর্শিদাবাদ) : কার্শিয়াং ব্লকের এক আশা কর্মীকে ধর্ষণ ও তার ওপর গাড়ি চালকের পাশবিক অত্যাচারের বিরুদ্ধে এবং জলঙ্গি ব্লকের ২০৯ জন আশা কর্মীদের নিরাপত্তার দাবিতে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌম্য দে-র কাছে লিখিত ভাবে ডেপুটেশনের দেওয়া হয় সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। এদিন থানার সামনে পুলিশ মোতায়েন ছিল বিশেষভাবে লক্ষণীয়। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বলেন, আশা কর্মীরাও স্বাস্থ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের নিরাপত্তার স্বার্থে এদিন জলঙ্গি ব্লকের সমস্ত আশা কর্মীরা থানায় গিয়ে আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। যদি আশা কর্মীদের আইনত কোনও সহযোগিতা দরকার হয় তাহলে তাদের সর্বতোভাবে সাহায্য করবেন বলে সৌম্য দে আশ্বাস দেন।