নিউজ ডেস্কঃ অ্যান্টেনা বলতে সাধারণত আমরা বুঝে থাকি বাড়ির ছাদে বড় মুখ করা বা সোজা সেঁটে থাকা একটি বস্তু। কিন্তু অ্যান্টেনা যে এত ছোট হতে পারে তা না দেখলে বিশ্বাস করা মুশকিল৷ বিশ্বের এই ক্ষুদ্রতম অ্যান্টেনা আবিষ্কার করলেন বাঁকুড়া পৌরসভার কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা শ্রীকান্ত পাল৷ পেশায় রাঁচির মেসরার বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপনার পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ এর আগে দিল্লি এবং রুরকি আইআইটিতে অধ্যাপনার কাজও করেছেন।
বাঁকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক ও বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ওয়ারেঙ্গল আর.ই থেকে স্নাতক৷ তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে পাড়ি দেন অক্সফোর্ডে।
দুই দশক আগে ব্লুটুথ আবিষ্কার তথ্য আদান-প্রদানে অভূতপূর্ব সাড়া ফেলেছিল৷ এবার তাঁর তৈরি অ্যান্টেনা দিয়ে তার থেকেও কম সময়ে তথ্য আদান প্রদান করা সম্ভব বলে জানান শ্রীকান্তবাবু৷ বিখ্যাত আমেরিকান সংস্থা তাঁর তৈরি এই বোতাম অ্যান্টেনাকে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট অ্যান্টেনা বলে ঘোষণা করেছে।