গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : গ্রীষ্মের দাবদাহে রক্তের আকাল দেখা দিয়ে রাজ্যজুড়ে। তাই এক মহতী উদ্যোগে শুক্রবার সকালে পৌর ভবনের সামনে গোবরডাঙ্গা পৌর তৃণমূল কর্মচারী সমিতি এক রক্তদান শিবিরের আয়োজন করে। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সহয়তায় মোট ৭০ জন নাগরিক রক্ত দান করেন। ওই দিনের অনুষ্ঠানে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত সহ সকল নবনির্বাচিত পৌর কাউন্সিলরদের সম্মাননা জ্ঞাপন করা হয়।
এদিনের অনুষ্ঠানে কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার তৃণমূল নেতৃত্ব রাজীব দত্ত, সমীর কিশোর নন্দী, মনোজ কান্তি বিশ্বাস, বিষ্ণুপদ দে, গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাউন্সিলর অসীম তরফদার, গোবরডাঙ্গা শহর আইএনটিটিইউসি সভাপতি অরিন্দম দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।