গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘এসো হে বৈশাখ। এসো এসো….।’ ৫ম বর্ষ বৈশাখবরণে ‘গোবরডাঙা মৃদঙ্গম’ আয়োজন করেছিল বৈশাখী উৎসব ১৪২৯ তাদের নিজস্ব মহলা কক্ষে। বৈশাখের দ্বিতীয় দিনের সন্ধ্যায় মহলা কক্ষের আবহাওয়া ভরে উঠেছিল নাচ, গান, মাইম ও নাটকের মধুর মঞ্চায়নে।
গোবরডাঙা মৃদঙ্গম-এর বরুণ কর বলেন, মিনিস্ট্রি অফ কালচারের আর্থিক সহায়তায় কোভিড-১৯ পরিস্থিতির পর অনুষ্ঠানের ব্যাপকতায় নয়, নাগরিকের মনে শান্তির বাতাবরণ ও মেলবন্ধন ঘটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিশুদের নাটক ‘চোর ও পুলিশ’ সমাজের একটি কুৎসিত দিক তুলে ধরার চেষ্টা করেছে তা সত্যিই প্রশংসনীয়। এছাড়া সৌমিতা দত্ত বণিক, আবৃতা কর, অহিন্দিতা মোদকের নাচ দর্শকদের আনন্দ দিয়েছে। গোবরডাঙা থিয়েটারের হাবের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে গোবরডাঙা মৃদঙ্গমের এই প্রয়াস।