কলকাতা : ‘হম রহে ইহা না রহে কাল…ছোটিসি এ জিন্দেগি…’। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ যাকে সবাই কে কে (১৯৬৮-২০২২) বলে চেনেন। মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের এক অনুষ্ঠান চলাকালীন অসুস্থ বোধ করেন। এরপরই তিনি গ্রিনরুমে চলে যান। আটটায় অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর তিনি হোটেলে ফিরে যেতে চান। যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সিএমআরআই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
কে কে বহু ভুবনজয়ী গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়ে গেছেন। মারাঠি, হিন্দি, কন্নড় বহু ভাষায় তার গানের স্বাক্ষর রয়েছে।
শিল্পীর অকালপ্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল ন’টায় শিল্পীর স্ত্রী ও পুত্র সহ পরিবার কলকাতায় আসছেন । তারপরেই তাঁরা সিদ্ধান্ত নেবেন কোথায় প্রয়াত কে কে’র শেষকৃত্য সম্পন্ন হবে।