নজরে বাংলা, বোলপুর (বীরভূম) : করোনা সংক্রমণের প্রক্ষিতে চরম সর্তকতা অবলম্বন করা হয়েছে বোলপুর কোর্টে। থানা থেকে যে অভিযুক্তদের কোর্টে হাজির করা হচ্ছে, বা কোনও মামলার সাক্ষী, আইনজীবি, ল’ ক্লার্ক, স্টাফ, পুলিশ সকলকেই কোর্ট চত্বরে ঢোকার আগে থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হচ্ছে । কোর্ট চত্বরে যাঁরা ঢোকার অনুমতি পাচ্ছেন তাঁদেরও শারীরিক দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর ব্যবস্হা করা হচ্ছে। এদিন বোলপুর দমকলের পক্ষে কোর্ট চত্বরের বারান্দা, হাজত খানা সহ সর্বত্রই স্যানিটাইজ করা হয়। এই নিয়ে তিন বার স্যানিটাইজ করা হলো বোলপুর কোর্ট।
সকাল ৯.৩০ থেকেই কোর্ট চত্বরে ভীড় নিয়ন্ত্রণ করতে কাজ করছে কোর্টে নিযুক্ত পুলিশ ও বোলপুর মহকুমা (তালুক) আইনী পরিষেবা কমিটির দুই প্রতিনিধি। আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, কোর্টে যাদের ঢোকার অনুমতি আছে তাঁদের থার্মাল গান দিয়ে পরীক্ষা করানো হচ্ছে। সাধারণের প্রবেশ একদমই নিষিদ্ধ। যাঁরা নিজ প্রয়োজনে কোর্ট চত্বরে আসছেন তাঁরা আইনজীবি, ল ক্লার্কদের সঙ্গে দূর থেকে কথা বলছেন। তাঁদের প্রবেশাধিকার নেই। যতক্ষণই কোর্ট খোলা থাকছে প্রবেশাধিকার নিয়ে চরম সর্তকতা অবলম্বন করা হয়েছে।