নজরে বাংলা : উত্তর ২৪ পরগনার গাইঘাটা সীমান্তের বিএসএফের ডোবার পাড়া বিওপির ১৫৮ নম্বর ব্যাটালিয়নের বৃহস্পতিবার সকাল ৮টায় চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের মুখে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখে দাঁড়াতে বললে এবং সেই গামছার থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিএসএফ সেই গামছার থলে থেকে ৪০ টি সোনার বিস্কুট উদ্ধার করে। বিএসএফ সূত্রে খবর, 40টি সোনার বিস্কুট-এর ওজন ৪.৬ কেজি যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা। উদ্ধার করা সোনা বিএসএফের পক্ষ থেকে পেট্রাপোল কাস্টমসের হাতে হস্তান্তর করা হয়েছে।
