টেলিভিশন বিনোদন

‘মানিকদার সঙ্গে’ TV9 বাংলা

কলকাতা: সাত রাজার ধন এক মানিক। শিল্পসাম্রাজ্যে মণিমানিক্যে ঠাসা এক রত্নভাণ্ডার। ২ মে মানিক তথা সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই উপলক্ষে ৩০ এপ্রিল, TV9 বাংলার নিউজ সিরিজের নিবেদন ‘মানিকদার সঙ্গে‘। TV9 বাংলায় ‘মানিকদার সঙ্গে‘র সম্প্রচার রবিবার রাত ১০টায় নিউজ সিরিজে। জীবন থেকে গল্পের মানুষ খুঁজে খুঁজে বের করে সেলুলয়েডে ধরে রাখতেন জীবনের প্রতিরূপ। সত্যজিৎ রায় খুঁজে পেয়েছিলেন ‘পথের পাঁচালী‘র করুণা বন্দ্যোপাধ্যায়, ‘অপুর সংসার‘-এর শর্মিলা […]