গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : ১ জুন বুধবার গোবরডাঙ্গা টাউনহলের বেসমেন্টে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্নেহ”-এর ১ম বর্ষপূর্তি, বস্ত্র প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানে গোবরডাঙ্গা পৌরসভার নব নির্বাচিত পৌরপ্রধান শংকর দত্ত সহ পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী নন্দলাল বসু সহ গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করে পৌরপ্রধান শংকর দত্ত। স্নেহের সামাজিক কাজকর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেন।এবং স্নেহের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
অতিথিদের স্মারক, উত্তরীয়, ফুল গাছের চারা ও মিষ্টি দিয়ে স্নেহের পক্ষে বরণ করে নেন সুদীপ্ত দাম, তিথি বিশ্বাস, স্নেহের মামনি মধুছন্দা চক্রবর্তী, তরুণ শীল ও প্রকাশ মোদক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আঁকন মজুমদার। এছাড়া গান গেয়ে শোনান জয়িতা দে। তবলায় কালাচাঁদ শীল। আবৃত্তিতে সম্পৃক্তা গুহ। নৃত্য পরিবেশন করেন সৃজিতা মোদক, তৃষা মোদক ও প্রজ্ঞা চক্রবর্তী। তাছাড়া আশ্রমের শিশুরা আবৃত্তি ও সমবেত কণ্ঠে স্তোত্র পাঠ করে।
স্নেহের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক সুদীপ্ত দাম জানালেন, আজকের অনুষ্ঠানে শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ৪০ জন আবাসিক বাচ্চাদের হাতে বস্ত্র ও খাবার তুলে দেওয়া হয়। এছাড়াও গোবরডাঙ্গার বিশিষ্ট সমাজসেবী ও নবনির্বাচিত পৌরপ্রধান সহ পৌর প্রতিনিধিদের সম্মান জ্ঞাপন করা হয়।
“স্নেহ”-এর এই কর্মকান্ডের সফলতার পিছনে ছিল অসংখ মানুষের ভালোবাসা, আদর ও প্রশ্রয়। এই সকল মানুষকে “স্নেহ”-এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ছোট না করে, শুধু এটুকু বলার আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন তাহলে হয়তো আমরা আরো বেশি অসহায় মানুষের পাশে থেকে সমাজের কল্যাণমূলক কাজ করতে পারব। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রদীপ ভট্টাচার্য্য।