শান্তনু পান, খড়গপুর (পশ্চিম মেদিনীপুর) : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে খড়গপুরের পরপর চুরি ছিনতাইয়ের ঘটনার জেরে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার এবং খড়গপুর টাউন থানার আইসি-কে নির্দেশ দিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা দিয়ে শহরটাকে মুড়ে ফেলতে। গোটা শহর জুড়ে এবার সেই সিসিটিভি ক্যামেরা মুড়ে ফেলা হচ্ছে।
অপরাধীদের গতিবিধি চিহ্নিতকরণের জন্য শনিবার খড়গপুর শহর জুড়ে খড়গপুরের নিমপুরা, খরিদা সহ বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি কাজ কীভাবে লাগানো হচ্ছে তা খতিয়ে দেখতে সরেজমিনে প্রত্যেকটি জায়গায় আসেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দীনেশ কুমার।
দীনেশ কুমার বলেন, শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে, খড়গপুর স্টেশন খড়গপুর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় প্রাথমিকভাবে কুড়িটি ক্যামেরা লাগানো হচ্ছে। সেই সঙ্গে এই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানানো হচ্ছে, তাঁরা যেন তাঁদের প্রতিষ্ঠান সামনে এবং মধ্যে ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করুন।