শুভ ঘোষ : বাংলার বুকে নবমতম সংযোজন হলো এবছর জেলায় জেলায় দুর্গাউৎসব কার্নিভাল।যারই কারণে ৭ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার জেলা কুলপিতে আয়োজন করা হয় শারদীয়া দুর্গোৎসব কার্নিভাল। এখানে এইদিন ২৪টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের দুর্গা পুজো উৎসবের আয়োজকরা তাদের বিশেষ নৃত্য ও বাদ্যের মধ্য দিয়ে এই দিনের কার্নিভালকে সফল করে তোলেন।
এদিনের কার্নিভালে উপস্হিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমীত গুপ্তা, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, সোনারপুর পূর্বের বিধায়ক ফিরদৌসী রহমান, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, উপ সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর,পাথরপ্রতিমার বিধায়ক ও জেলার এসপি অতিরিক্ত এসপি সহ উচ্চ পদাধিকারীগন।
এদিনের কার্নিভালকে ঘিরে স্হানীয় মানুষের উৎসাহ ছিল দেখার মতো। বহু মানুষ নির্দিষ্ট সময়ের আগেই ভীড় জমায়। যেখানে বিকাল ৪টে এই কার্নিভাল শুরু হয় চলে প্রায় ঘন্টা দুয়েক।এদিন নিরাপত্তা ব্যবস্হা ছিল নজর কাড়া।জেলা পুলিশের তৎপরতার সাথে সাথে নিশ্চিদ্র নিরাপত্তা গড়ে তুলতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়। এদিন দুর্গা কার্নিভালে অংশ নেওয়া পুজো উদ্যোক্তাদের অনেককেই দেখা গেল রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচার করতে।