ডানকুনি, হুগলি : ভ্রাতৃত্ব দৃঢ় হোক রক্তের বন্ধনে, “রক্তদান জীবন দান,রক্তদান মহৎ দান” আপনার এই রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মুমূর্ষু প্রাণ। সরকারী সহ বেসরকারি ব্ল্যাডব্যাংক গুলোতে রক্তের চাহিদা মেটাতে DYFI ডানকুনি লোকাল কমিটির অন্তর্ভুক্ত ডানকুনি ইউনিটের উদ্যোগে পারডানকুনি DYFI দপ্তর আব্দুল হালিম ভবনে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো।
পূর্বের বৎসরের ন্যায় এ বছরেও তারা ব্রতী হয়েছিলো জাতি, ধর্ম, বর্ণের উর্ধে গিয়ে মানবতার সেবায়, উক্ত সংগঠনের যারা যারা প্রয়াত ও শহীদ হয়েছেন তাদের স্মরণ করে ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে এবং উক্ত সংগঠনের যারা যারা প্রয়াত ও শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে ও উক্ত সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের শুভ সূচনা করা হয়।
এই রক্তদান শিবিরে 15 জন মহিলা সহ মোট 45 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির সম্পাদক শুভঙকর দাস ও প্রাক্তন সম্পাদক দেবব্রত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মনোজ গায়েন ও হুগলি জেলা কমিটির সদস্য সমীর পাল সহ ডানকুনি লোকাল কমিটি ও ডানকুনি ইউনিটের একাধিক নেতৃত্ব ও সর্মথকবৃন্দ এবং একাধিক বিশিষ্টজনেরা।