বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা : এই জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত বাদুড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইলেকট্রিক অফিস সংলগ্ন রাস্তায় একটি পাটের গুদাম থেকে লরিতে পাট বোঝাই করার সময় হঠাৎ আগুন লেগে যায়। ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সন্ধে প্রায় সাড়ে সাতটা নাগাদ লরিতে পাট বোঝাই করার সময় বিদ্যুৎ তারের শর্ট সার্কিটের ফলে আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়ে পাটবোঝাই লরির উপর। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় লরিটিকে। ওই সময় উপস্থিত লরিচালক প্রথমে গাড়িটিকে বাদুড়িয়ার জনবসতি এলাকা থেকে কিছুটা ফাঁকা জায়গা দিলীপ হাইস্কুলের মাঠে নিয়ে যায়। যখন আগুন নেভানো সম্ভব হচ্ছে না দেখে অন্য একজন চালক সেই লরিটিকে স্কুলের পাশে একটি পুকুরে উল্টে দেয়। যদিও গাড়ীচালক ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান। এই ঘটনা ঘটার সময় লরির ওই আগুন থেকে রাস্তার পাশের একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। স্থানীয় মানুষেরা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যেই আগুনে ভস্মীভূত ওই দোকানের প্রায় তিরিশ হাজার টাকার মাল ক্ষতিগ্রস্থ হয়। লরিতে লক্ষাধিক টাকার উপরে পাট ছিল বলে জানা যায়। সময়মতো দমকল না আসায় আগুন নেভাতে খুব বেগ পেতে হয়েছে স্থানীয় মানুষদের। তাঁরা দাবি করেন, অবিলম্বে বাদুড়িয়া থানা এলাকায় একটি দমকল অফিসের ব্যবস্থা রাখা হোক। কারণ এই এলাকায় আগুনের মতো ঘটনা ঘটলে বসিরহাট থানা কিংবা গোবরডাঙা থানা এলাকার দমকল দপ্তরে খবর দেওয়া হয়। তারপর সেখান থেকে দমকল আস্তে আস্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বারবার আগুনের ফলে দুর্ঘটনায় এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগে পিঙ্গলেশ্বরে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার কারণে বাড়িটি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায় এবং তার পাশের বাড়িও আগুনের লেলিহান শিখায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
