গাইঘাটা, উত্তর ২৪ পরগনা : খুব বড়সড় সাফল্য পেল গাইঘাটা থানা। রবিবার রাতে নাকা চেকিংয়ের সময় গাইঘাটা থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ৮ ডাকাতকে ধরে ফেলে। ধৃতদের মধ্যে দুই জন বিহারের বাসিন্দা, বাকিরা উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিহারের দু’জন বেলঘড়িয়া থানার অন্তর্গত কামারহাটি এলাকায় ভাড়া থাকত।
গতকাল রাতে গাইঘাটা থানার মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। মধ্য রাতে একটি চার চাকার মারুটি সুজুকি ইকো ভ্যান পুলিশের গাড়ি দেখে কিছুটা দৃরে দাঁড়িয়ে পড়ে। পুলিশের সন্দেহ হওয়ায় ওই গাড়ির কাছে যেতেই কয়েকজন গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাড়া করে ধরে ফেলে। গাড়ি এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে গুলিভর্তি দুটি আগ্নেয়াস্ত্র, বড় লোহার কাটার, শাবল, চপার, সেলাই রেঞ্জ, নাইলন দড়ি উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। ডাকাতির উদ্দেশ্যে তারা যাচ্ছিল মনে করছে পুলিশ। ধৃতদের নাম ১. মহঃ হাবিবুল্লা মণ্ডল (৩৪), বাড়ি বাদুড়িয়া থানার রাজবেড়িয়া; ২. আয়ুব আলি আকুঞ্জি (৩১), রাজবেড়িয়া; ৩. সমীর খান (২২), বেলঘড়িয়া থানার কামারহাটি; ৪. সুশান্ত ধর (২৭), ঘোলা থানার সোদপুর ঘোলা; ৫. ভিকি জয়সওয়ারা (২৪), কামারহাটি; ৬. মহঃ জাহিদ ওরফে বাবু (২৬), কামারহাটি; ৭. ইজুদ্দিন মোল্লা ওরফে লালা (২৭), কামারহাটি; ৮. মহঃ সাজিদ আনোয়ার ওরফে সানি (২৪), কামারহাটি। সোমবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়েছে।
