গোবরডাঙা : যাত্রা শুরু ১লা মে ১৯৭৭ সাল। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমাজসেবার অঙ্গীকার নিয়ে দীর্ঘ ৪৫ বছর ধরে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গোবরডাঙা থিয়েটার হাবের আরেক অংশীদার গোবরডাঙা নাবিক নাট্যম-এর ৪৬তম জন্মদিন মহা সাড়ম্বরে পালিত হল নানান রকম সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
গোবরডাঙা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও কাউন্সিলর সুভাষ দত্ত এবং বিশিষ্ট সমাজসেবী তথা কাউন্সিলর বাসুদেব কুন্ডু কেক কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের থিয়েটার-বন্ধুরা। আশিস দাস, দেবাশিস রায়, প্রিয়েন্দুশেখর দাস, জগদীশ ঘরামী, অজয় দাস, নীলাদ্রি কাঞ্জিলাল, অনিমেষ বসাক, মুকুন্দ চক্রবর্তী, ধীরাজ হাওলাদার প্রমুখ বিশিষ্টজনেরা।
নৃত্য পরিবেশন করেন আয়শা সাধুখাঁ, সংযুক্তা সাধুখাঁ, সুমনা কর্মকার, সৃজা হাওলাদার কেমলীকা নাথ, দেবস্মিতা চক্রবর্তী, নিকিতা সরকার, রাখি বিশ্বাস, দেবাদৃতা ঘোষ, তৃষা চক্রবর্তী এবং আল্পনা সরকার। আবৃত্তি পরিবেশন করেন ঐশী মুখার্জী, আঁখি বিশ্বাস, উত্তরণ দেবনাথ ও অপর্ণা দেবনাথ। এছাড়া সংগীত পরিবেশন করেন অনু বিশ্বাস, আঁকন মজুমদার, সৌরজ্যোতি অধিকারী ও কানাই লাল সাধুখাঁ সঙ্গে বাদ্যসংগীতে সহযোগিতা করেন প্রদীপ কুমার সাধুখাঁ। নাচ, গান ও আবৃত্তির কোলাজে একশো কুড়িজন দর্শক মেতে উঠেছিলেন এই উৎসবে।
প্রদীপ কুমার সাহা, অবিন দত্ত, সুপর্ণা সাধুখাঁ, অশোক বিশ্বাস, শ্রাবনী সাহা, দেবাশীষ ঘোষ, চিন্ময় চক্রবর্তী, সুব্রত কর্মকার এবং দলের সম্পাদক অনিল কুমার মুখার্জী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোমনাথ রাহা।