গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : এই জেলার গোবরডাঙা থানার অন্তর্গত সুভাষপল্লীর বাসিন্দা এক গৃহবধূকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে। আশীষ চক্রবর্ত্তীর কন্যা প্রীতি চক্রবর্তী সঙ্গে ষষ্ঠীতলার বাসিন্দা অনুপ মুখার্জির পুত্র অভিষেক মুখার্জির সামাজিক মতে বিয়ে হয় ১৩ মার্চ ২০২১। কিন্তু দুর্ভাগ্যের বছর ঘুরতে না ঘুরতেই নববধূকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ জানান মৃতার বাপের বাড়ির লোকেরা। তাদের অভিযোগ, বিয়ে হওয়ার পর থেকেই ঝামেলা লেগেই থাকত। খবরে প্রকাশ, বৃহস্পতিবার ওই গৃহবধূকে খাবারের সাথে বিষ খাইয়ে দেওয়া হয়। এরপর ওই গৃহবধূ অসুস্থ হওয়ায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর বাপের বাড়ির লোকজনকে খবর দিয়ে বলা হয় তাদের মেয়ে অসুস্থ হয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে। গৃহবধূ প্রীতির বাবা-মা গিয়ে দেখেন তাদের মেয়ে মারা গেছে। এরপর মৃত প্রীতির বাড়ির লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মৃতের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে স্বামী ও শ্বশুরকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃত স্বামী ও শ্বশুরকে বারাসাত আদালতে পেশ করা হয়।
