নজরে বাংলা, শিলিগুড়ি : উত্তরবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আলিপুর দুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গেও আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগে এ নিয়ে আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু তা পূরণ করা হয়নি। ফলে আমাদের মোহভঙ্গ হয়েছে। এমনটাই দাবি করে সোশাইটির নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান, এবার উত্তরবঙ্গেও সংখ্যালঘুদের একটা বড় অংশ নিজেদের দাবি পূরন না হলে আগামী দিনে দ্য অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসালিমীন বা এআইএমআইএম (মিমে) যোগ দিতে পারে। আজ শিলিগুড়িতে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোশাইটির নেতারা জানান, উত্তরবঙ্গে সংখ্যালঘুরা বঞ্চিত। বারংবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয় নি। সংগঠনের তরফে সভাপতি কাদের আলী, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, উত্তরবঙ্গে নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম। এছারা ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা বাড়াতে হবে।
