ঝাড়গ্রাম : আস্থা ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ), ঝাড়গ্রাম শাখার যৌথ উদ্যোগে মাদক মুক্ত ঝাড়গ্রাম গড়ার লক্ষ্যে ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির হাত থেকে রক্ষা করতে
“মাদক সেবনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও তার প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান” শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শুক্রবার ঝাড়গ্রাম ননীবালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রখ্যাত চিকিৎসক, শিক্ষক, শিক্ষিকা, ও সাংবাদিকদের উপস্থিতিতে এই জন সচেতনতামূলক কর্মসূচির শুভ সুচনা ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদা। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার করতে হবে সেই সঙ্গে প্রতিজ্ঞা নিতে হবে ঝাড়গ্রাম জেলাকে পশ্চিমবঙ্গের মধ্যে সেরা জেলায় পরিণত করা যেখানে থাকবে না কোনো মাদকাসক্ত। এটা করতে পারলেই এরকম কর্মসূচি সফলতার এক নতুন উচ্চতা ছুঁতে পারবে। তিনি সংস্থার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানান এরকম উদ্যোগ নেওয়ার জন্য। এদেরকে সর্বতোভাবে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।
প্রথম পর্যায়ে ঝাড়গ্রাম শহরের প্রত্যেকটি হাইস্কুলে এই মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি চলবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে সবার সহযোগিতা একান্ত ভাবে কামনা করে।