গোবরডাঙা, উত্তর ২৪ পরগনা : শনিবার উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা শহর আইএনটিটিইউসি-র উদ্যোগে গোবরডাঙ্গা পৌর টাউন হলে এক রক্তদান শিবির এবং গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শংকর দত্ত, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তথা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ ও বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি নারায়ণ ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহায়তায় শনিবার সকালে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে মোট আশি জন রক্তদাতা রক্ত দান করেন। অটো ও টোটো ইউনিয়নের অসংগঠিত শ্রমিকেরা রক্ত দানের মতো মহতী উদ্যোগে সামিল হয়েছিলেন।
ওইদিনই বিকেলে পৌর টাউন হলে বিশিষ্ট তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে সংবর্ধনা সভা এক অন্য মাত্রায় পায়। সমগ্র অনুষ্ঠানটি গোবরডাঙ্গা শহর আইএনটিটিইউসি সভাপতি অরিন্দম দত্তের উদ্যোগ ও প্রচেষ্টায় এক সার্থক রূপায়ণ ঘটে। অনুষ্ঠানে অসংগঠিত শ্রমিকদের সবিশেষ উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
