নজরে বাংলা : আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো উত্তরবঙ্গের সিকিম, জলপাইগুড়ি এবং কলিংপং। তার সঙ্গে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে মালদাহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, বীরভূমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই অথবা তিন ডিগ্রির বেশি উপরে যাচ্ছে। তাপমাত্রা খুব বেশি পরিবর্তন লক্ষ করা যাবে না।কলকাতাতে তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি চলবে। কলকাতায় বৃষ্টির সম্ভবনা খুব একটা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। নিম্নচাপ মায়ানমারে ঢুকে যেতেই পূর্বালী হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোসাগর থেকে। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম আরো বাড়বে।
