কলকাতা : চলতি সপ্তাহে কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এর মধ্যেই দক্ষিণবঙ্গে গরমের ফলে মানুষের হাঁসফাঁস অবস্থা। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬°, বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭০%। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ১৮%। আগামী ২৪ ঘণ্টায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন সূর্যোদয় ০৫:১৫ মি: এবং সূর্যাস্ত ১৭:৫৯ মি:, চন্দ্রোদয় ২০:৫১ মি: ও চন্দ্রাস্ত ০৭:০০ মি:। রাজ্যের অন্যান্য শহরে সর্বোচ্চ তাপমাত্রা ও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ যথাক্রমে দমদম ৩০.৬°, ৭৪%; জলপাইগুড়ি ২৭.৪°, ৬৫%; মালদহ ২৮.৪°, ৮৪%; বাঁকুড়া ২৯.৪°, ৭৫%; ডায়মন্ড হারবার ২৯.৬°, ৯২%। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া —এই জেলাগুলিতে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
