নজরে বাংলা, শ্যামনগর (উত্তর ২৪ পরগনা) : লকডাউন শুরু হওয়ার পর থেকেই শ্যামনগরের ক্ষুদিরামনগর পৌষকালী পূজা কমিটি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে সমাজের পাশে দাঁড়িয়েছে। এই পুজো কমিটির পক্ষ থেকে প্রায় ৫০০ জন মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে মাসাধিককাল ধরে। ৩রা মে কর্মসূচীতে উপস্থিত হয়ে ভাটপাড়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান সোমনাথ তালুকদার, কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য অশোক সরকার ১০০ জন দুঃস্থদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন।

গত ৬ মে এই পুজো কমিটির পক্ষ থেকে জগদ্দল বিধানসভা এলাকার ১২০ জন মানুষের হাতে চাল, ডাল, আলু, সয়াবিনসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ওই কর্মসূচীতে উপস্থিত হয়ে বারাকপুর-১ পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দাশ ও সমাজসেবী গোলাম কাদের এই খাদ্যসামগ্রী তুলে দেন। পুজো কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে মীরা মন্ডল, সোমনাথ সাহা, বিশ্বজিৎ দাস, দীপাঞ্জন মালাকার, সুব্রত সেনগুপ্ত, সায়ন দত্ত সহ সকলেই মুসলিম সম্প্রদায়ের দুঃস্থ মানুষদের ইফতারের জন্য খাদ্যসামগ্রী প্রদান করে সম্প্রীতির বার্তা দেন।

গত ১৫ মে কাউগাছি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার ২০০ অসহায়দের জন্য এদের পক্ষ থেকে বিনামূল্যে বাজার বসানো হয়। বাজারের মধ্যে ছিল আলু, পটল, ভেন্ডী, উচ্ছে, বেগুন, কাঁচকলা, ডিম, সয়াবিনসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী।
পুজো কমিটির কার্যকরী সদস্যদের মধ্যে জিৎ ঘোষ, রূপক সাহা, সৌভিক শীল, রিত্বীক পাল, শুভদীপ গাঙ্গুলী, কৃষ্ণ দাস সহ সকলেই এই কর্মকান্ডে ঝাঁপিয়ে পড়ে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক অমিত শর্মা বলেন, “প্রতিদিন দুপুরবেলায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার পাশাপাশি বাড়িতে রান্নার প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও বিভিন্ন জায়গায় সম্পূর্ণ বিনামূল্যে বাজার বসানো হবে।”