অশোকনগর, উত্তর চব্বিশ পরগনা : এ যেন এক ভুতুড়ে কান্ড। চেক বই গ্রাহকের কাছে। অথচ গ্রাহকের কাছে থাকা সেই চেক বইয়ের একই নম্বর যুক্ত চেকের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়া হচ্ছে। উধাও হচ্ছে গ্রাহকের কষ্টের ধন লক্ষ লক্ষ টাকা। কোনও গ্রাহক ১০ লক্ষ, কেউ বা ৬ লক্ষ কিংবা ৭ লক্ষ টাকা ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন। আনুমানিক ৫০ লক্ষ টাকার মত প্রতারণার ঘটনা সামনে এসেছে।
প্রতারিত একজন গ্রাহক বলেন, একসঙ্গে এত বড় পরিমাণ টাকা চেকের মাধ্যমে কেটে যাচ্ছে ব্যাংকের থেকে কোনও ফোন যায়নি গ্রাহকদের কাছে। এক গ্রাহক মারা গেছেন ১০ই মে। তার টাকা তুলে নেওয়া হয়েছে ২৬শে মে। এরকমই ভুতুড়ে ঘটনা প্রকাশ্যে আসে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীগাছা শাখার ইন্ডিয়ান ব্যাঙ্কে।
মঙ্গলবার দুপুরে টাকা ফেরতের দাবিতে হাবরা – নৈহাটি রোড বেশ কিছু সময় অবরোধ করেন প্রতারিত গ্রাহকরা। পরে স্থানীয় কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন।
অন্যদিকে, ইন্ডিয়ান ব্যাংকের জোনাল অফিস থেকে দুই প্রতিনিধি মঙ্গলবার ঈশ্বরীগাছা শাখায় এসে কয়েকজন প্রতারিত গ্রাহকের সঙ্গে কথা বলেন। ম্যানেজারের সঙ্গেও আলোচনা করেন ওই দুই প্রতিনিধি। টাকা ফেরতের ব্যাপারে অবশ্য এখনো পর্যন্ত তেমন কোনও আশ্বাস না মেলায় ক্ষুব্ধ গ্রাহকেরা। প্রতারিত হয়েছেন ওই এলাকার দীপঙ্কর অধিকারী, প্রকাশ চন্দ্র মন্ডল সহ পাঁচ থেকে ছয় জন গ্রাহক।
ওই ব্যাংক থেকে থানায় এফআইআর করা হয়েছে বলে জানা গেছে। বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানা বর্ণালী ঘোষ জানান, পুলিশ ও ব্যাংক তদন্ত করে দেখছে। গ্রাহকেরা যাতে সুবিচার পান তার জন্য সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব।