মুম্বাই : বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী হাসপাতালে শুয়ে আছেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। ভাইরাল সেই ছবি। মিঠুন চক্রবর্তী চক্রবর্তী ছেলে মহাক্ষয় চক্রবর্তী যাকে ‘মিমো’ বলে সবাই চেনেন তিনি ছবির সত্যতা প্রকাশ করলেন। এক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়, সম্প্রতি পাকস্থলীর সমস্যা, জ্বর এবং কিছু উপসর্গ নিয়ে সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরুতে এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
অন্য এক সংবাদমাধ্যমে মিমো বলেন, কিডনিতে স্টোনের কারণে তিনি ভর্তি হয়েছিলেন। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন মিঠুন চক্রবর্তী পুরোপুরি সুস্থ এবং বাড়িতেই আছেন।
বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক ডঃ অনুপম হাজরা মিঠুনের হাসপাতলে ভর্তির একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মিঠুনদা। তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুন দা। এইরকম সোশ্যাল মিডিয়াতে বহু পোস্ট ঘোরাঘুরি করছে।
যাইহোক, মিঠুন চক্রবর্তীর প্রেমীরা সত্যিই অবাক! অনেকেই বলছে এটা পুরনো ছবি। ছবির সত্যতা যাচাই করেনি ‘নজরে বাংলা’
Get well soon Mithun Da ❤️
তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুন দা ❤️ pic.twitter.com/yM5N24mxFf— Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) April 30, 2022