নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২০২৩-এর পয়লা জানুয়ারি থেকে বকেয়া অতিরিক্ত এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার অনুমোদন দিয়েছে। ৪ শতাংশ হারে এই অতিরিক্ত কিস্তি মূল বেতন ও পেনশনের বর্তমানে চালু ৩৮ শতাংশ মহার্ঘ ভাতার সঙ্গে যুক্ত হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে।
এই বাড়তি এক কিস্তি মহার্ঘ ভাতার ফলে বার্ষিক ১২,৮১৫ কোটি ৬০ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ব্যয় হবে। এর ফলে ৪৭ লক্ষ ৫৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের প্রস্তাব মোতাবেক গৃহীত ফর্মুলার ভিত্তিতেই এই বৃদ্ধি ঘটানো হচ্ছে।