করণদিঘী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ পুলিশ জেলার করনদিঘী থানার ভুলকিতে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃত বাইক চালকের নাম মহম্মদ আনোয়ার খাবির। বাড়ি উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার হাড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটর বাইকে তিনজন আরোহী ছিল। একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বাইকে থাকা তিন জন। তার মধ্যে বাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তড়িঘড়ি করনদিঘী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। অপর দুই জনের মধ্যে এক জনের বাড়ি বিহারের বারসোনি। নাম আসিফ আলি, অপর জনের নাম জাহিদ মহম্মদ। আহত দুই জনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে করনদিঘি থানার পুলিশ। ঘাতক ট্রাকটি আটক করেছে করনদিঘী থানার পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে রাস্তায় টহলদারি চলে। সকাল থেকেই জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।