গাইঘাটা, উত্তর ২৪ পরগনা : এক লক্ষ জাল টাকা সহ এক যুবককে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম, জাহাঙ্গীর মণ্ডল(২৯)। গাইঘাটা থানার দোগাছিয়ার বাসিন্দা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ দোগাছিয়ায় জাহাঙ্গীর মণ্ডলের বাড়িতে হানা দেয়। পুলিশের খবর পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাহাঙ্গীর। এরপর বাড়ির পাশ থেকেই র তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে আনুমানিক এক লক্ষ জাল টাকা ও একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে৷ সবগুলোই ৫০০ টাকার জাল নোট। ধৃতকে মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তদন্ত করে দেখছে জাহাঙ্গীর মণ্ডলের সঙ্গে কোনও জাল নোটের কারবারি যুক্ত আছে কিনা।
