মলয় সিংহ, বাঁকুড়া : বুধবার ভর দুপুরে গঙ্গাজলঘাটী থানা সংলগ্ন বাজারে বাইক ও মাল বাঝাই ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনা স্থলে বাইক আরোহীর মৃতু। প্রত্যক্ষদর্শী এর মতে দুপুর ২:৩০ সময় বাঁকুড়াগামী এক বাইক আরোহীর সাথে রাণীগঞ্জমুখী একটি ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে গুরুতর আহত হন বাইক আরোহি। স্থানিয় মানুষজন ওই বাইক আরোহিকে তড়িঘড়ি অমরকানন হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
অপর দিকে ওই ঘাতক ৪০৭ গাড়িটি দুর্ঘটনাস্থাল থেকে দ্রুত বেগে দেউলির মোড়ের দিকে পালিয়ে যায়। সেই সময় গংগাজলঘাটি থানার সাব ইন্সপেক্টর বাবুরাম মান্ডি দেওলির মোড়ের ট্রাফিক গেটে কর্তব্যরত ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তিনি ট্রাফিক বেরিকেট দিয়ে ঘাতক ৪০৭ গাড়িটেকে আটকানোর চেষ্টা করলে বাবুরাম বাবু নিজে গুরুতর আহত হন। বর্তমানে উনাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।