আলী হোসেন, ডোমকল (মুর্শিদাবাদ) : প্রশাসনিক দায়িত্ব সামলে মানবসেবায় নিজেদেরকে উৎসর্গ করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার পুলিশ কর্মীরা। ইসলামপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ‘উৎসর্গ’। শনিবার ইসলামপুর চক গ্রাম পঞ্চায়েতের হলঘরে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই রক্তদাতা ভিড় করে স্বেচ্ছায় রক্তদান করেন। ইতিমধ্যেই ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। ৭০ জনের লক্ষ্য রেখেই রক্তদানের কর্মসূচি নেওয়া হয়। রক্তদাতাদের দেওয়া হয় একটি করে গাছ। সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় রক্তদাতাদের। রক্তদান করেন ইসলামপুর থানার আধিকারিক খুরশিদ আলম সহ থানার পুলিশ কর্মীরাও। শিবিরে উপস্থিত ছিলেন ডোমকল এসডিপিও সেখ সামসুদ্দিন সহ বিশিষ্ট সমাজকর্মীরাও। সমস্ত রক্ত যাবে ডোমকল ব্লাড ব্যাঙ্কে। এই মহতী উদ্যোগের ফলে কিছুটা হলেও রক্তের ঘাটতি কমবে।
