সাকিব হাসান, বারুইপুর :সাম্প্রদায়িক বিভেদ ছড়ানোর প্রতিবাদে, নবীন কুমার জিন্দাল ও নূপুর শর্মার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার দুপুরে এক প্রতিবাদ সভার আয়োজন হয়। দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার মনসুর মোড় বাজার এলাকাতে। এদিনের অনুষ্ঠানে এসে ইনসাফ বাংলার সম্পাদক আক্রামূল বাগানি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সব সম্প্রদায়িক দাঙ্গা রুখে দাঁড়ানোর জন্য জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক হতে হবে, দেশের সম্মানকে বাঁচাতে হবে। কার সাথে কী শত্রুতা আছে তা ভুলে গিয়ে এক হয়ে এই লড়াইকে শক্তিশালী করে তুলুন।
প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না ভাদুড়ী, ইনসাফ বাংলার সম্পাদক আক্রামূল বাগানি, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা রফিকুল ইসলাম এবং অমানুল্লা সাহেব সহ এলাকার বিশিষ্টজনেরা। গ্রামবাসীদের উদ্যোগে এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সভায় সকল বক্তা বিশ্ব সৌভ্রাতৃত্বের আহ্বান জানান। পশ্চিমবঙ্গকে অশান্তির হাত থেকে বাঁচাতে অহিংস ভাবে সকলকে এক হয়ে মানববন্ধন গড়ে তুলতে হবে।