অশোকনগর, উত্তর ২৪ পরগনা: এফসিআই গোডাউনে স্থানীয় বেকার যুবকদের কাজে নিতে হবে। এই দাবি নিয়ে স্থানীয়রা উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার কচুয়ামোড়ে এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে এফসিআই কর্তৃপক্ষের সাথে কাজের সন্ধানে যোগাযোগ করছে এলাকার যুবকরা। কিন্তু কর্তৃপক্ষ কোনো রকম ভাবে কর্ণপাত করছে না। অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে কন্টাক্টরের অধীনে চলছে কাজ।
স্থানীয় যুবকদের দাবি, এলাকার থেকে কিছু বেকার যুবকদের কর্মসংস্থান দিতে হবে এই এফসিআই গোডাউনে। বাইরে থেকে যখন লোক নিয়েছে কাজ করা সম্ভব হচ্ছে তাহলে কেন কাজ পাবে না এলাকার যুবকরা। প্রায় একঘন্টা বাদে এফসিআই কতৃর্পক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। তবে পরবর্তী সময়ে যুবকদের নিয়োগের বিষয়টি নিয়ে যদি গড়িমসি করেন কর্তৃপক্ষ তবে আবারো ফের বিক্ষোভ আন্দোলনের পথে হাঁটবেন এলাকার বেকার যুবকরা বলেই জানা যায়।