আলী হোসেন, ডোমকল (মুর্শিদাবাদ) : ভালোবাসার উপহারে আরেকটি সংযোজন। মঙ্গলবার দুপুরে ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিকের অফিসে বিভিন্ন সম্প্রদায়ের গুণীজনের উপস্থিতিতে ডোমকল মহাকুমাবাসীর একান্ত প্রয়োজনীয় তথ্য সম্বলিত দিনপঞ্জিকা প্রকাশিত হল।
ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের ব্যক্তিগণকে নিয়ে সম্প্রীতির নজির গড়লেন। প্রত্যেকের হাতে তুলে দিলেন ভালোবাসার উপহার। উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা খাদ্য আধিকারিক মোঃ মুশির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী
গোরা দত্ত, সমাজসেবী তৌফিকুর রহমান ও নিউ দাদাভাই ট্রান্সপোর্ট কর্ণধর তারক মন্ডল, মৌলানা, আনন্দমার্গী সন্ন্যাসিনী সহ অনেকেই। ডোমকল মহকুমার বিভিন্ন খুঁটিনাটি তথ্য, নাতিদীর্ঘ ইতিহাস, ছবিসহ দিনপঞ্জিকা এলাকাবাসীর কাজে লাগবে বলে মনে করছেন সকলে। ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জোরে দোলযাত্রা, শবেবরাত মত বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি নির্বিঘ্নে। এখানকার মানুষের সচেতনতা জোরেই করোনার প্রকোপ থেকে রক্ষা পেয়েছি। দুর্ঘটনা মুক্ত, বাল্যবিবাহ মুক্ত নতুন ডোমকল করতে সকলের সহযোগিতা দরকার। জগত সভায় শ্রেষ্ঠ আসন নিয়ে আসুক ডোমকল মহাকুমা।