নজরে বাংলা, কলকাতা : এবার মৃৎশিল্পীদের সাহায্যার্থে এগিয়ে এলেন প্রবাসী বাঙালি সংগীতশিল্পী গীতিকার ও সুরকার সঞ্জয় দে। সম্প্রতি শ্রীনিবাস মিউজিক এবং নিয়ম-এর যৌথ নিবেদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘এন ইভিনিং উইথ সঞ্জয়’ শীর্ষক একটি লাইভ ডিজিটাল কনসার্ট। শিল্পীর এই একক সঙ্গীতানুষ্ঠানটি একই সঙ্গে ভারত, শিকাগো টরন্টো, সিঙ্গাপুর, নিউইয়র্ক এবং লন্ডন থেকেও দেখা যায়। অনুষ্ঠানের টিকিট বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তার পুরোটাই শিল্পী সঞ্জয় দে তুলে দেন কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পীদের সাহায্যার্থে।
সঞ্জয়বাবুর কথায়, যে শিল্পীরা মূর্তি গড়ছেন, তাদের যদি আমরা মূল্যায়ন করতে না পারি তবে পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। মৃৎশিল্পীদের হাতে যে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় তার মধ্যে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী অশোক পালও ছিলেন। যার তত্ত্বাবধানে ছিলেন মৃৎশিল্পী কৌশিক ঘোষ।
‘এন ইভিনিং উইথ সঞ্জয়’ অনুষ্ঠানে সঞ্জয়বাবুর কণ্ঠে রবীন্দ্রসংগীত থেকে শুরু করে বহু কালজয়ী গান শোনা যায়। ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’, সুরের আকাশে, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, গানে ভুবন এই সমস্ত স্বর্ণযুগের আধুনিক গান থেকে জগজিৎ সিং এর দৌলত ভি লে লো, ওই আঁকা বাঁকা যে পথ, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, জিন্দেগি কেসি হে, অলিরও কথা শুনে, যদি কিছু আমারে শুধাও, তেরে বিনা জিন্দেগি সে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা, কথায় কথায় যে রাত হয়ে যায় এ সব গানগুলোও শোনা যায়।