মহিউদ্দীন আহমেদ, নজরে বাংলা, বোলপুর (বীরভূম) : সিপিআইএম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ট্রেড ইউনিয়নের নেতৃত্ব সদ্য প্রয়াত কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে এক মৌন মিছিল বোলপুর শহর পরিক্রমা করলো। মঙ্গলবার সকালে সিপিআইএমের ঐ বর্ষীয়ান নেতার স্মরণে মৌন মিছিলে সিপিআইএম তথা বামফ্রন্টের একাধিক সংগঠন অংশ নেয়। এই মিছিলে সিআইটিইউ সহ বিভিন বাম ট্রেড ইউনিয়ন, বিভিন্ন গণ সংগঠনের নেতা কর্মীরা মৌন মিছিলে হাঁটেন।

মুখে মাস্ক নিয়ে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বোলপুর ও বীরভূম কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম, রাজ্য কমিটির সদস্য তথা জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সংসদ সভাপতি গৌতম ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সমীর ভট্টাচার্য সহ অনান্য নেতৃত্ব এদিন মিছিলে অংশ নেয়। বোলপুর শহরজুড়ে শ্যামল চক্রবর্তীর স্মরনে মৌন মিছিলে বামফ্রন্টের একাধিক সংগঠন থেকে প্রচুর মানুষ অংশ নেয় ।