শুভ ঘোষ, কলকাতা : গঙ্গাসাগর মেলায় আগত ভিন রাজ্যের তীর্থযাত্রীদের সম্পূর্ণরূপে দেখভাল এবং সুযোগ-সুবিধা দিতে হাওড়া স্টেশনের অপর পাড়ে কলকাতার বাবুঘাটে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রস্তুতি তুঙ্গে। তীর্থযাত্রীদের একই সাথে থাকা ও খাওয়া, শৌচালয়ের ব্যবস্থা, চিকিৎসা সহ সমস্ত রকম পরিষেবা দিতে তৈরি রাজ্য সরকার। এছাড়াও রয়েছে বিধি-নিষেধ। প্লাস্টিক ব্যাগ ব্যবহার,খাবার তৈরিতে রান্নায় কোনও রকম কেমিক্যাল রং ব্যবহার হচ্ছে কিনা তার দিকে নজর রয়েছে। অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিমের ব্যবস্থা আছে। কিছু অথিতিদের গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য শীতরোধক কিছু কম্বল, উঁচু জায়গার থাকার বন্দোবস্ত করা হয়েছে। মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে। দমকল ও পৌরসভার, বৈদ্যুতিক বাহিনী যথেষ্ট তৎপর হয়ে ব্যবস্থাপনা দেখছেন। শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। বহু সাধু সন্ন্যাসীদের সমাগমে জমজমাট বাবুঘাট গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে।
