ডোমকল, মুর্শিদাবাদ : আগামী কয়েক মাসের মধ্যেই ডোমকলে চালু হতে চলেছে মহকুমা আদালতে। এই আদালতের কাজ কতটা তৈরি হয়েছে সে ব্যাপারে খোঁজ নিতে বৃহস্পতিবার ডোমকলে পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ জেলা বিচারপতি ইন্দ্রনীল অধিকারী। তিনি সরোজমিনে কোর্ট বিল্ডিংয়ের কাজ খতিয়ে দেখেন।
মুর্শিদাবাদ জেলা বিচারপতি ইন্দ্রনীল অধিকারী জানান, আগামী দিনে মহকুমার সমস্ত কাজ এই ডোমকল মহকুমা আদালতে হবে। এরফলে এলাকার মানুষের সুবিধা হবে। এদিন জেলা বিচারপতির ডোমকলে আগমন নিয়ে পুলিশ এবং প্রশাসনিক মহলে ব্যস্ততা ছিল তুঙ্গে। সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনা লক্ষ্য করা গেছে।