নজরে বাংলা, খাতরা (বাঁকুড়া): ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে ওঠা “রেড ভলেন্টিয়ার” রা এই করোনাকালে রাজ্যবাসীর কাছে আশীর্বাদ হয়ে উপস্থিত হয়েছে। খাবার সরবরাহ থেকে ওষুধ, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনে তারা মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করে চলেছে।এমনকি করোনায় মৃত মানুষের শেষকৃত্যও তারা নিজ হাতে করে চলেছে। এমতাবস্থায় ভারতের গনতান্ত্রিক […]