নজরে বাংলা, ঝাড়গ্রাম : আইপিএস পদে উন্নীত হলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিত্ৎ মাহাতো। এতদিন তিনি ডব্লুুবিপিএস ক্যাডারের অফিসার ছিলেন। কিছুদিন আগেই তাঁর প্রমোশন হয় আইপিএস পদে। নতুন পদে উন্নীত হওয়ার পরও তিনি ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পদেই রয়েছেন। স্বভাবতই খুশি তিনি। আরও ভালো করে কাজ করবার জন্য তিনি মুখিয়ে আছেন।