কলকাতা : শিশু সন্তানকে দত্তক নিয়ে লালন পালন করার প্রথা চালু আছে আমাদের দেশে। কিন্তু একটা বয়সের পর বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে যান শিশুর মতো। তখন তারা একেবারেই পরনির্ভর হয়ে পড়েন তার সন্তান-সন্ততির কাছে। দরকার হয়ে পড়ে নির্ভর আশ্রয়ের। কিন্তু যখন সেই আশ্রয় মেলে না, তাদের পরগাছার মতো দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হয়। এ দেশে […]